সিনিয়রস ক্লাবে প্রেসিডেন্ট’স কাপ পুল ও স্নুকার টুর্নামেন্টের উদ্বোধন

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার ক্লাব মেম্বারদের অংশগ্রহণে পঞ্চম প্রেসিডেন্ট’স কাপ পুল এবং স্নুকার টুর্নামেন্ট২০২৩’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ক্লাবের পুলরুমে টুর্নামেন্ট উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিগত বছরের ন্যায় স্পোর্টস টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে ক্লাবের সম্মানিত সদস্যদের নিয়ে আমরা আবারও একত্রিত হতে পেরে আনন্দবোধ করছি। তাই যতটুকু সম্ভব চেষ্টা করেছি ক্লাবের সকল সদস্যদের নিয়ে একটা প্রাণবন্ত টুর্নামেন্ট আয়োজন করার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা মোহাম্মদ আকবর, ডা. সরফরাজ খান চৌধুরী। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস, মো. জাহিদুল ইসলাম মিরাজ এবং ওয়ালিউল আবেদীন শাকিল। আরও উপস্থিত ছিলেন লিয়াকত আলী খান, আবুল হোসেন, এনামুল হক ইকবাল, ছিদ্দিক হুসাইন রনি, মোহাম্মদ শাহ্‌্‌ একরাম, মোহাম্মদ ছগির চৌধুরী, শেখ মোহাম্মদ ইয়াকুব, ডা. মেজবাহ উদ্দিন আহম্মদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আবুল বশর চৌধুরী, মোহাম্মদ সৈয়দ, মো. আজিজুর রহমান, মো. জাহাঙ্গীর খালেদ, জসিম উদ্দিন আহম্মদ, মোহাম্মদ মুছা, ইমরান আহম্মদ, মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, মোহাম্মদ সানাউল্লাহ, ডা. মোহাম্মদ লিয়াকত আলী খান, সুভ্রা চক্রবর্তী, আশুতোষ বিশ্বাস, রাজীব কুমার সেন, উত্তম কুমার তালুকদার, ফয়জুল ইমরান খান, শাহাজাদা মুহাম্মদ ফৌজুল আলেফ খান, মোরশেদুল কবির, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী প্রমুখ। টুর্নামেন্টে ক্লাবের সদস্য ওয়ালিউল আবেদীন শাকিল, ছিদ্দিক হুসাইন রনি, ইমরান আহম্মদ, রাজিব দত্ত, সুভ্রা চক্রবর্তী, আশুতোষ বিশ্বাস, দিলদার আহম্মদ, সাদ হোসনাইন আহম্মদ, মোহাম্মদ শাহ্‌্‌ একরাম, উত্তম কুমার তালুকদার, রাজীব কুমার সেন এবং মোহাম্মদ আবু বকর সিদ্দিকীসহ ১২ জন সদস্য খেলায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।