সিনহা হত্যা মামলা অবৈধ দাবি করে রিভিশন

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ৭:৩২ অপরাহ্ণ

সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশনের আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবী।
এ আবেদনের শুনানি আগামী ২০ অক্টোবর ধার্য করেছে আদালত।
আজ রবিবার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।
তিনি আবেদনে উল্লেখ করেছেন, সিনহা হত্যাকাণ্ড নিয়ে বোনের করা মামলাটির পুরো বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ না করেই। ফলে সিনহা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে সন্দেহ আছে।
তিনি আবেদনে বলেছেন, বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫ ডি সেকশন অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ।
এ ঘটনায় গত ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় মোট ১৪ আসামি বর্তমানে কারাগারে রয়েছে৷

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে আনসার কমান্ডার ও দলনেতাদের মাঝে সাইকেল বিতরণ
পরবর্তী নিবন্ধএতিমদের পাশে আমরা চট্টলার কিংবদন্তী