সিদ্দিকে আকবরের (রা.) নবীপ্রেম অনন্য দৃষ্টান্ত হয়ে আছে

সবক দান ও মাহফিলে বক্তারা

| বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

ফতেয়াবাদ দক্ষিণ পাহাড়তলী ১নং ওয়ার্ডস্থ হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসায় বিভিন্ন শ্রেণির নতুন শিক্ষার্থীদের সবক দান এবং ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমেনিন হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর ওফাতবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল বুধবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার আল্লামা মুহাম্মদ সামশুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস হাফেজ সোলাইমান আনসারী।

বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সদস্য আলহাজ মুহাম্মদ মইনুদ্দীন চৌধুরী। প্রধান অতিথি বলেন, খলিফাতুর রাসূল (.) হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর নবীপ্রেম, চারিত্রিক অনুপম বৈশিষ্ট্য, প্রিয় নবীর (.) প্রতি আনুগত্য এবং দ্বীন ইসলামের জন্য অতুলনীয় আত্মত্যাগ অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তিনি বলেন, বর্তমানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শুধু দ্বীনি শিক্ষা দেওয়া হয় না, আধুনিক জীবনমুখী শিক্ষাও দেওয়া হয়। তাই, সন্তানদেরকে দ্বীনি ও আধুনিক শিক্ষা দিয়ে সৎ, যোগ্য, দেশপ্রেমিক আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আলোচক ছিলেন মাদ্রাসার সহসুপার মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, নুরুল আলম নুরু, ইউসুফ কোম্পানী, মুহাম্মদ রায়হানুল ইসলাম, গিয়াস উদ্দিন আলকাদেরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার মুহাম্মদ নেজাম উদ্দিন। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বতন্ত্ররা প্রধান বিরোধী দল হবে? যা বললেন নিক্সন চৌধুরী
পরবর্তী নিবন্ধসাজানো নির্বাচনে আর যাবো না : তৈমূর