আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান মো. জহিরুল আলম দোভাষের সাথে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। গত বুধবার চউক অফিস কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে সিডিএ চেয়ারম্যানকে মহানগর পূজা পরিষদ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এসময় সিডিএ চেয়ারম্যান দর্শনার্থী ও প্রতিমা বিসর্জনে যাতায়াতের সুবিধার্তে দুর্গোৎসব শুরুর আগেই পতেঙ্গা রোডে যান চলাচলের পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের নেতৃত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, সহ-সভাপতি সুমন দেবনাথ, প্রদীপ শীল, পূজা বিষয়ক সম্পাদক প্রিয়তোষ ঘোষ রতন, সহ-পূজা বিষয়ক সম্পাদক সবুজ দাশ, সদস্য প্রিয়তোষ বল প্রমুখ।
ফতেয়াবাদ পূজা পরিষদের মতবিনিময় : হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের সাথে ফতেয়াবাদ পূজা উদ্যাপন পরিষদের এক মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্জয় ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নয়ন পালিতের পরিচালনায় সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠু পরিবেশে করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা মনি, চট্টগ্রাম জেলা পুজা উদ্যাপন পরিষদের প্রচার সম্পাদক লায়ন রিমন মুহুরী, অরুন চৌধুরী, সৌমেন চৌধুরী রাজু, রনি পালিত, পুনম বনিক, শুভ ধর, কাঞ্চন দেব মুন্না প্রমুখ।
সদরঘাট থানা পূজা পরিষদের সম্মেলন : চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের আওতাধীন সদরঘাট থানা পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত মঙ্গলবার নগরীর সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সদরঘাট থানা পূজা পরিষদের সভাপতি রাজীব নন্দী বাবুর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন। সংবর্ধিত অতিথি ছিলেন প্রকৌশলী প্রবীর কুমার সেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, লায়ন দিলীপ ঘোষ, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, মিথুন মল্লিক, সজল দত্ত, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত। অ্যাড. শুভাশীষ শর্মার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদরঘাট থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পী দাশ। বক্তব্য রাখেন, অ্যাড. তপন কুমার দাশ, রাজীব চৌধুরী মিল্টন, প্রিয়তোষ ঘোষ রতন, সাজু চৌধুরী, অ্যাড. রাজেশ বিশ্বাস, অসীম কুমার দে, রিপন রায় চৌধুরী, অমিত ঘোষ, অ্যাড. সুব্রত শীল (রাজু), অমিত রায় পুরোহিত, সবুজ দাশ, বিবেক দেব, দীপ্ত সিংহ, কুশন সেন, নিঝুম পারিয়াল (রাজ), শ্যামল দাশগুপ্ত, রাজীব ভট্টাচার্য্য প্রমুখ। সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। এতে দুই বছরের জন্য পুনরায় রাজীব নন্দী বাবুকে সভাপতি ও পিন্টু কুমার সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
দীপিকা সংঘ পূজা পরিষদের সভা : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপনকল্পে দীপিকা সংঘ কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অর্থ সম্পাদক শ্যামল কান্তি শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম শীল, সহ-সভাপতি বাবুল শীল, যুগ্ম সম্পাদক সমীর মহাজন লিটন, সুজন কুমার শীল, হিসাব রক্ষক সৈকত মহাজন সাজু, সুজন মজুমদার, স্বরূপ শীল, অপু শীল ও সঞ্জীব শীল।