সি‌ডিএর প্যানেল আইনজীবীর দা‌য়িত্ব পে‌লেন প্রশাসনিক ট্রাইব্যুনালের স্পেশাল পি‌পি এড. পারভেজও

| বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ৮:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সি‌ডিএ “প্যালেন আইনজীবী” হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সি‌লেট বিভা‌গের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এবং হাজী জরিফ আলী লিগ্যাল এইড ও পথশিশু কল্যাণ পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ।

গতকাল সিডিএ সচিব স্বাক্ষরিত এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এই সার্কুলা‌রে তিনজন আইন উপদেষ্টা ও ২১ জন প্যানেল আইনজীবী নিয়োগের বিষয়‌টি নি‌শ্চিত তরা হয়। গত ২৫ মার্চ সিডিএ’র ৪৬৪ তম বোর্ড সভায় আইন উপদেষ্টা এবং প্যানেল ল’য়ার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। নবনিযুক্ত উপদেষ্টা এবং প্যানেল ল’য়ারগণ আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

প্যানেল আইনজীবী নিয়োগপ্রাপ্ত এড. জালাল উদ্দিন পারভেজ, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এইচ.এ.আর কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ জামাল উদ্দিন ও এইচ.এ.আর কর্পোরেশন লিমিটেডের পরিচালক রওশন আরা বেগমের জৈষ্ঠ্য সন্তান। তিনি বিগত ২০১০ সাল থেকে চট্টগ্রাম আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধনগরীতে ডিজিটাল প্লেটবিহীন রিকশার বিরুদ্ধে অভিযান