সিডিএর নকশা অমান্য করে ভবন নির্মাণ, মালিক কারাগারে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অনুমোদিত নকশা এবং ভূমি ব্যবহার ছাড়পত্রের শর্ত অমান্য করে ভবন নির্মাণ করায় কোতোয়ালীর হেমসেন লেনের বাসিন্দা মানস দাশ গুপ্তকে কারাদণ্ড দিয়েছে সিডিএর বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল বুধবার অভিযুক্ত ভবনমালিককে আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী বিষয়টি আমলে নিয়ে তাকে দোষী সাব্যস্ত করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত মঙ্গলবার অভিযুক্ত মানস দাশ গুপ্তের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ায় রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সিডিএ সূত্রে জানা যায়, ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের অভিযোগে গত ৩ অক্টোবর ইমারত পরিদর্শক বিমান বড়ুয়া আদালতে একটি মামলা দায়ের করেন। এর আগে ২৪ এপ্রিল সিডিএর অথরাইজ অফিসার২ তানজিব হোসেন অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা