চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) র আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনজন বিশিষ্ট আইনজীবী। এছাড়া সিডিএ’র মামলা পরিচালনার জন্য ২১ জন প্যানেল ল’য়ার নিয়োগ দেয়া হয়েছে। গত ২৫ মার্চ সিডিএ’র ৪৬৪ তম বোর্ড সভায় আইন উপদেষ্টা এবং প্যানেল ল’য়ার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল সিডিএ সচিব স্বাক্ষরিত এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সিডিএ’র আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার সাইফুদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মোহাম্মদ সেকান্দর বাদশাহ এবং মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। নবনিযুক্ত উপদেষ্টা এবং প্যানেল ল’য়ারগণ আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
সিডিএ সচিব স্বাক্ষরিত পত্রে আইন উপদেষ্টা ছাড়াও প্যানেল ল’য়ার হিসেবে নিয়োগ পাওয়া ২১ জন হচ্ছেন, সেলিনা খানম, কান্তি বিকাশ বড়ুয়া, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ ওসমান গণি, হালিমা সাদীয়া বেগম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ কাশেম কামাল, মোহাম্মদ মঈন উদ্দিন হোছাইন, মুহাম্মদ আলী আক্কাস চৌধুরী, সৈকত সেন, শওকত আউয়াল চৌধুরী, মুহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ, কাজী মোহাম্মদ আশরাফুল হক আনছারী, মুহাম্মদ নাজমুল হাসান ছিদ্দিকী, মাহমুদ ইসলাম (সুমন), শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী ইয়াছিন, মোহাম্মদ ফরিদ উদ্দিন বেলাল, মোহাম্মদ রেজাউল করিম রনি এবং মুহাম্মদ তৌহিদুর রহমান (তুহিন)।