সিডিএ’কে ৬২ লক্ষ টাকার পে অর্ডার তুলে দিল ৪০ জন প্লট মালিক

কর্ণফুলী আবাসিকে পানি সরবরাহ

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটির দীর্ঘদিন ধরে চলমান পানিসংকট নিরসনে গতকাল বৃহস্পতিবার সিডিএ চেয়ারম্যান কার্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে ৪০ জন প্লট মালিক ৬২ লক্ষ টাকা সার্ভিস চার্জ পে অর্ডার মূলে জমা দেন। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের হাতে প্লট মালিক সমিতির নেতৃবৃন্দ এসব পে অর্ডার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অনতিবিলম্বে বাকী প্লট মালিকগণও তাদের প্লট প্রতি ৪০ হাজার টাকার সার্ভিস চার্জ জমা দেয়ার প্রতিশ্রুতি দেন। সিডিএ কর্ণফুলী মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহ্‌সান সমিতির পক্ষ থেকে সিডিএ চেয়ারম্যানকে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানান। এ সময় সিডিএ চেয়ারম্যান বলেন, দৃষ্টিনন্দন প্রকল্পটি বাস্তবায়নে সিডিএ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

সভায় সিডিএ কর্মকর্তা সিডিএ’র মাধ্যমে রাস্তাঘাট, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সেবার মানোন্নয়নের ব্যাপারেও সিডিএ চেয়ারম্যান ঘোষণা দেন ।

প্লট মালিক সমিতির যে সকল সদস্য এখনও ওয়াসার পানি সংযোগ প্রদানের জন্য কাঠা প্রতি ৪০ হাজার টাকা জমা প্রদান করতে পারেন নি তদেরকে অতি সত্বর অর্থ জমা প্রদানের জন্য সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক আহ্‌সান জানান। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস ও অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সহ সভাপতি গোলাম ওয়ারেস, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন (সাবেক চেয়ারম্যান), যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সেলিম চৌধুরী, অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আশীষ কিরণ দাশ, মো. ফজলুল করিম, মো. শাহবুদ্দিন চৌধুরী, লে. কমান্ডার (অব.) মোজাফফর আহমেদ, অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, সামদান কাশেম চৌধুরী, আব্দুস সবুর, মৃণাল কান্তি নাথ রফিক আহমেদ, রোকেয়া আক্তার, সৈয়দ মাহমুদ, মোয়াজ্জেম হোসেন, গিয়াস উদ্দিন, সিডিএ’র পক্ষে উপস্থিত ছিলেন সিডিএ তত্ত্বাবধারক প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর হাসান, এস্টেট অফিসার মোহাম্মদ আলমগীর খান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ওসমান শিকদার, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃ মেডিকেল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
পরবর্তী নিবন্ধপ্রথমবার সুপার কাপ জয় পিএসজির