নিজেকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণা চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জলু করীমের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। গত রোববার বরিশাল সিটি নির্বাচনের ট্রাইব্যুনাল সদরের জ্যেষ্ঠ সহকারী বিচারক মো. হাসিবুল হাসানের আদালত মামলাটি খারিজ করে দেন বলে সেরেস্তারদার সাইফুল আলম জানান। তিনি বলেন, হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম একটি মামলা ও তামাদি দরখাস্ত করেছিলেন। বিচারক তামাদি আবেদন নামঞ্জুর ও মামলা খারিজ করে দিয়েছেন। খবর বিডিনিউজের। এ বিষয়ে প্রার্থীর আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির বলেন, মামলা চলবে কি চলবে না– এ নিয়ে আদেশের জন্য ছিল। আদালত বলছে, মামলার বিষয় তামাদি হয়েছে। এ মামলা গ্রহণ করা যাবে না। আইনে বলা আছে, আবেদন ৩০ দিনের মধ্যে করতে পারবে। কিন্তু করতেই হবে এটা বলা নেই। তারপরেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এ আদেশে সংক্ষুদ্ধ হয়ে আপিল করব। ১৭ এপ্রিল বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ট্রাইব্যুনালে মামলা করেন ফয়জুল করীম।