নগরীর আকবরশাহ্ থানাধীন সিটি গেইট এলাকায় ৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সিটি গেইট ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মক্কা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. মনছুর আহাম্মদ (২৫) ও মো. মুরাদ হোসেন উজ্জল (২৫)। তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।