সিটি করপোরেশন সচলে সিইওদের হাতে ক্ষমতা

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:৫১ পূর্বাহ্ণ

দেশের সিটি করপোরেশনগুলোর কার্যক্রম সচল রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়েছে সরকার। গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সই করা অফিস আদেশে এ তথ্য দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরপরই দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। এ অবস্থায় সিটি করপোরেশনগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ আদেশ ১৪ আগস্ট থেকেই কার্যকর হবে বলে অফিস আদেশে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ থেকে পালিয়ে মিয়ানমার বিজিপির ১৩ সদস্য টেকনাফে
পরবর্তী নিবন্ধআল্লামা হাশেমী শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণ