সিটিক্লক টাওয়ার চাই

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

গত ২১ মে দৈনিক আজাদীর প্রথম পাতায় দেখলাম চকবাজার মোড়ে গোলচত্বর করছে চসিক। যা চট্টগ্রাম নগরবাসীর জন্য সত্যিই আনন্দের খবর। সড়কে শৃঙ্খলা আনয়নের পাশাপাশি সৌন্দর্য বাড়াতে নগরের চকবাজার অলি খাঁ মসজিদ মোড়ে গোলচত্বর করছে চট্টগ্রাম সিটি কর্পোরশন (চসিক)। ইসলামিক ধাঁচে নির্মিত এই মনুমেন্টের উচ্চতা হবে প্রায় ২০ ফুট। সেই সাথে চট্টগ্রাম মহানগরীর ল্যান্ডমার্ক খ্যাত চেরাগী পাহাড়কে কিছু সংস্কার করে এর চারপাশে চারটি সিটি ক্লক লাগানোর আবেদন করছি। এমনিতে চেরাগী পাহাড়ের এই স্তম্ভটি দেশবিদেশে চট্টগ্রামের পরিচয় বহন করছে। পৃথিবীর সকল বিখ্যাত নগরসমূহের স্মৃতিবিজড়িত মনুমেন্টগুলো ক্লক টাওয়ার দ্বারা সজ্জিত। এমনকি সিলেট শহরেও এই ধরনের একটি ঘড়ি দেখা যায়। তাই এই স্থানে উন্নতমানের কাঁটাযুক্ত (এনালগ) ঘড়ি বা সিটিক্লক স্থাপনের অনুরোধ করছি। চট্টগ্রাম কেন্দ্রিক যে সকল শিল্প বা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে চাইলে উক্ত প্রতিষ্ঠান সমূহ এই সিটিক্লক টাওয়ারের নির্মাণে এগিয়ে আসতে পারেন। বিষয়টা বিবেচনার অনুরোধ রইলো।

আবদুল করিম

চকবাজার চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবাসু চ্যাটার্জী : চলচ্চিত্র পরিচালক
পরবর্তী নিবন্ধএক অনন্য লেখক আড্ডা