সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগ শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ মে, ২০২৩ at ১০:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে কাল। সকালে এম.এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে লিটল ব্রাদার্স এবং কোয়ালিটি ব্লুজ। লিগের প্রতিটি ম্যাচ ৫০ ওভারে অনুষ্ঠিত হবে। লিগে ১৬টি দল ২ গ্রুপে বিভক্ত হয়ে ১ম পর্বের খেলায় অংশগ্রহণ করবে। প্রতি গ্রুপের শীর্ষ স্থান অর্জনকারী ২টি করে মোট ৪ টি দল সুপার ফোর পর্বে এবং প্রতি গ্রুপের সর্বনিম্নে অবস্থানকারী ২টি করে মোট ৪ টি দল রেলিগেশন পর্বে অংশগ্রহণ করবে। প্রথম পর্বের গ্রুপ লিগের অর্জিত পয়েন্ট সমূহ ‘সুপার ফোর এবং রেলিগেশন’ পর্বে যোগ হবে। সুপার ফোর পর্বের পয়েণ্ট তালিকায় শীর্ষ স্থান অর্জনকারীদল চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগে উত্তীর্ণ হবে। রেলিগেশন পর্বের সর্বনিম্নে অবস্থানকারী ২টি দল ৩য় বিভাগ ক্রিকেট লীগে অবনমিত হবে।

এ’ গ্রুপে রয়েছে লিটল ব্রাদার্স, চিটাগং রয়েল, সিটি ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড (জুনিয়র), রাফা ক্রিকেট ক্লাব, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, ও পি এ এবং কোয়ালিটি ব্লুজ। ‘বি’ গ্রুপে রয়েছে বার্ডস স্পোর্টিং ক্লাব, মাদারবাড়ি মুক্তকন্ঠ, এলিট পেইন্ট, আবেদীন ক্লাব, পি.ডি.বি, কল্লোল সংঘ গ্রীণ, বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাব এবং ইয়ং স্টার ক্লাব। এ লিগের বাজেট ধরা হয়েছে আট লক্ষ ছিয়াত্তর হাজার আটশত টাকা। স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স বাকলিয়া কন্সট্রাকশন বাজেটের পুরো অর্থ প্রদান করবে। লিগ শুরুর প্রাক্কালে গতকাল সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাশেম, গোলাম মহিউদ্দিন হাসান, হাসান মুরাদ বিপ্লব, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাইয়ে বাংলাদেশের স্কুল ক্রিকেটারদের দাপুটে জয়
পরবর্তী নিবন্ধক্রিকেটারদের জন্য ১২০টি পরোটা বানিয়েছিলেন প্রীতি জিনতা