চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সেতারা গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় গত ৩১ ডিসেম্বর মুজিববর্ষ সিজেকেএস ১ম ও ২য় বিভাগ ব্যাডমিন্টন লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ১ম বিভাগ লিগে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল এবং ২য় বিভাগ লিগে কাস্টমস স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়। ১ম বিভাগ লিগে পুরুষ এককে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল এর আসাদ ২-০ সেটি রিয়াজকে, দ্বৈততে আসাদ ও পরশ জুটি ২-০ সেটি গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর রিয়াজ ও সাকিব জুটিকে পরাজিত করেন। ২য় বিভাগ লিগে কাস্টমস স্পোর্টস ক্লাব পুরুষ এককে তোতন ২-১ সেটে চট্টগ্রাম আবাহনীর জাবেদকে ও পুরুষ দ্বৈততে কাস্টমসের তোতন ও শামিম জুটি ২-০ সেটে চট্টগ্রাম আবাহনী ক্লাবের জাবেদ ও নওশাদ জুটিকে পরাজিত করেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইডেন ইংলিশ স্কুলের চেয়ারম্যান মো. খালেদ মাহমুদ ও স্পন্সর প্রতিষ্ঠান সেতার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী লায়ন মো. আবদুল মান্নান। ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, প্রবীণ কুমার ঘোষ, সাইফুল্যা চৌধুরী, তিমির বরণ চৌধুরী, আলী হাসান রাজু,আজমল হোসেন, সাইফুল আলম বাপ্পি, সরওয়ার আলম চৌধুরী, সৈয়দ নূর নবী লিটন, রায়হান উদ্দীন রুবেল, নুরুল হক, তৌহিদ হোসেন, জসিম উদ্দীন, আলী কায়ছার, আজাদ, পেয়ার মোহাম্মদ পেয়ারু, নিমশান জাহাঙ্গীর প্রমুখ।