চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বস্কেটবল লিগের সুপার থ্রি পর্ব শুরু হয়েছে গতকাল। এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে গতকাল সুপার থ্রি পর্বের প্রথম ম্যাচে শুভ সূচনা করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। প্রতিপক্ষ ক্যাথলিক ক্লাবকে ৫৪–২৯ পয়েন্টে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা। প্রতিটি কোয়ার্টারেই আধিপত্য ছিল তাদের। যার ফলে সহজ জয় দিয়ে সুপার থ্রি পর্ব শুরু করেছে দলটি। এর আগে গত বৃহস্পতিবার লিগের অন্যতম শক্তিশালী দল ওপিএ কে পরাজিত করে সুপার থ্রি পর্ব নিশ্চিত করেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সে ম্যাচটিতে মুক্তিযোদ্ধা জিতেছিল ৫৮–৩৯ পয়েন্টে।
আজ সুপার ত্রি পর্বের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং মুক্ত বিহঙ্গ ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। এই ম্যাচে জিতলে মক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে এক ম্যাচ বাকি থাকতেই।