সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগ ১৬ জুন শুরু

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

 

 

সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগ আগামী ১৬ জুন চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। এদিন বিকালে সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন। লিগ শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল সোমবার সিজেকেএস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ। তিনি জানান, এবারের লিগে মোট ১৩ টি দল অংশগ্রহণ করছে। লটারীর মাধ্যমে দলগুলোকে নিম্মোক্তভাবে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে: ‘এ’ গ্রুপ : মোহামেডান এস সি (ব্লুজ), উল্লাস ক্লাব, আগ্রাবাদ কমরেড ক্লাব। ‘বি’ গ্রুপ : চট্টগ্রাম কাস্টমস এস সি, বাকলিয়া একাদশ, সিটি ক্লাব। ‘সি’ গ্রুপ: ব্রাদার্স ইউনিয়ন, বঙিরহাট ইয়ংম্যানস্‌ ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। ‘ডি’ গ্রুপ: চট্টগ্রাম আবাহনী লি: (জুনিয়র), মুক্ত বিহঙ্গ,সেবানিকেতন,ক্রিসেন্ট ক্লাব। এই ১৩টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ লিগ ভিত্তিতে ১ম পর্বের খেলায় অংশ নেবে। প্রতি গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী ৪টি দল পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ লিগে মোট ১৮টি খেলা অনুষ্ঠিত হবে। লিগের মোট বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট ১,৬০,৮০০ টাকা। যার পুরোটাই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিশন শিপিং প্রদান করবে। তারা আগামীতে প্রথম ও দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগও পৃষ্ঠপোষকতা করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সম্পাদক আছলাম মোরশেদ আরও জানান নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষে প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের পর স্কুলের ছেলেদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। এসব ছেলেরা পরবর্তীতে লিগের খেলায় অংশ নিতে পারবে। সিজেকেএস নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি আ... ওয়াহিদ দুলাল, স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং এর ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান এ বি এম খালেদুজ্জামান দাদুল, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান,আবদুর রশীদ লোকমান, হ্যান্ডবল কমিটির সদস্য জাবেদা বেগম মিটুল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধমুশফিককে টপকে মে মাসের সেরা ম্যাথিউস