সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

তিনদিনব্যাপী সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল কার্যক্রম গতকাল সোমবার শেষ হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি থেকে সিজেকেএস ক্রিকেট কমিটির কার্যালয়ে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগের এই দলবদল শুরু হয়। গতকাল দলবদলের শেষ দিনে বিভিন্ন দলের পক্ষে মোট ৪২ জন ক্রিকেটার দলবদল কার্যক্রমে অংশগ্রহণ করেন। এর মধ্যে দিয়ে বিভিন্ন দল নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। গতকাল আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের পক্ষে ১০ জন, রাইজিং স্টার ক্লাবের পক্ষে ১০জন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি ক্লাবের পক্ষে ১২জন দলবদল করেন।

আগের দিন সিটি কর্পোরেশন একাদশ ৭জন খেলোয়াড়কে দলবদল করিয়েছিল। গতকাল আরো ৩জন তাদের পক্ষে দলবদল করেন। এছাড়া ফ্রেন্ডস ক্লাব, পাইরেটস অব চিটাগং, চট্টগ্রাম আবাহনী লি. ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষে ১জন করে খেলোয়াড় দলবদল কার্যক্রমে অংশগ্রহণ করেন। এদিকে অনেক পুরোনো দল শহীদ শাহজাহান সংঘও শেষ দিনে নিজেদের ঘর গুছিয়ে নেয়। এদিন তাদের পক্ষে ৩ জন দলবদল করেন। সর্বমোট ৯ জন খেলোয়াড় শহীদ শাহজাহান সংঘের পক্ষে দলবদল কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। গতকাল দলবদল কার্যক্রমে উপস্থিত ছিলেন শহীদ শাহজাহান সংঘের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, দলীয় ম্যানেজার কাজী মাঈনুল হায়দার সনি, সাধারণ সম্পাদক আবদুল হান্নান আকবর, কাউন্সিলর কল্লোল দাশ, মোহাম্মদ সালাউদ্দিন, আশফাক আহমেদ, দলীয় কর্মকর্তা মর্তুজা মিঠু, কোচ ফারুক টিটু প্রমুখ।

এদিকে সিজেকেএস ১ম বিভাগ ক্রিকেট লিগের দলবদল কার্যক্রম আজ ৬ ফেব্রুয়ারি হতে শুরু হচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১ম বিভাগের দলবদল কার্যক্রম চলবে। প্রতিদিন বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত এ দলবদল কার্যক্রম চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ ক্রিকেট কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.১৩ কোটি টাকা