চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের আরো ৮টি খেলা গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার বিভাগের খেলায় লিটল ব্রাদার্স ২৭–২১ পয়েন্টে ফায়ার সার্ভিস স্পোর্টিং ক্লাবকে, কর্ণফুলী ক্লাব ৩০–১১ পয়েন্টে শহীদ শাহজাহান সংঘকে, ফ্রেন্ডস ক্লাব ৫৪–১১ পয়েন্টে সিটি ক্লাবকে, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৯–০৯ পয়েন্টে ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। একই ভেন্যুতে ১ম বিভাগের খেলায় নবীন মেলা ৫৪–১০ পয়েন্টে পাঁচলাইশ যুব সংঘকে, কল্লোল সংঘ গ্রীণ ৪৩–২০ পয়েন্টে চট্টগ্রাম ফুটবল ক্লাবকে, কোয়ালিটি ব্লুজ ৩৮–১৯ পয়েন্টে সেবা নিকেতনকে, পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৩৮–০৩ পয়েন্টে বিসিআইসি ক্রীড়া সংসদকে পরাজিত করে।











