চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১৬ হতে ২৫ নভেম্বর সিজেকেএস উম্মুক্ত হকি টুর্নামেন্ট ২০২৫ আয়োজন করা হবে। এ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী সিজেকেএস অনুমোদিত ক্লাব এবং চট্টগ্রামের হকি ক্লাবসমূহকে আগামী ৩০ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সিজেকেএস হকি উপ কমিটির সম্পাদক বরাবরে অংশগ্রহণের সম্মতি স্ব স্ব ক্লাবের প্যাডে প্রদানের জন্য হকি উপ কমিটির চেয়ারম্যান আরিফ মঈনুদ্দিন অনুরোধ জানিয়েছেন।