সিজিএস শিক্ষক নুরুর নাহার মিতার ফুলব্রাইট স্কলারশিপ অর্জন

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

চিটাগাং গ্রামার স্কুলের (সিজিএস মিডল) ব্রিটিশ ক্যারিকুলামের শিক্ষক নুরুর নাহার মিতা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য সম্মানজনক বৃত্তি ফুলব্রাইট স্কলারশিপ অর্জন করেছেন। গতকাল সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার উদ্দেশে শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। তিনি ক্যালিফোর্নিয়া ক্লেরমন্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ে এশিয়া, ইউরোপ,আফ্রিকা মহাদেশের ২২ জন শিক্ষকের সাথে ভিউ এঙচেঞ্জ প্রোগামের অংশ হিসেবে বিভিন্ন কর্মশালায় অংশ নেবেন। তিনি চবি থেকে ভুগোল ও পরিবেশ বিভাগ থেকে সম্মান স্নাতক ও ইউএসটিসি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। মিতা ফতেপুর এলাকার সমাজসেবক মরহুম আবদুল মান্নানের মেয়ে ও এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহর স্ত্রী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শিল্প খাতে উৎসে ভ্যাট আদায়ে নমনীয় হওয়ার তাগিদ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে খুন করে বরিশালে আত্মগোপন, গ্রেপ্তার ৪