সিজল সেলস সেন্টারের বার্ষিক সম্মেলন ও পরিচিতি সভা

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

ভালবাসা ও আস্থার বন্ধনে’ সিজলএর প্রায় ৩ দশক’শীর্ষক সেলস সেন্টারের বার্ষিক সম্মেলন ও পরিচিতি সভা সিজলএর পরিচালক মো. রফিকুল আলমের সভাপিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লা কোরেশী। প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান লায়ন মো. নূরুল আলম। আলোচক ছিলেন কোম্পানির পরিচালক ইঞ্জিনিয়ার সাউদ সুবাই কোরেশী, . মনজুরুল আলম সিআইপিসহ কোম্পানির বিভিন্ন সেলস সেন্টারএর পার্টনারবৃন্দ ।

উদ্বোধক সিজলএর ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লা কোরেশী বলেন, দীর্ঘ ২৮ বছর সিজল তার মন, মেধা ও অভিজ্ঞতার সম্মিলনের ফলে তার প্রাপ্ত ও প্রতাসার পরিসর ধীরে ধীরে বৃদ্ধি করে ক্রেতার মন জয় করার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং আগামী তার ধারাবাহিকতা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি সিজল চেয়ারম্যান লায়ন মো. নুরুল আলম বলেন, সিজল সেলস সেন্টারএর পার্টনারদের সাহসিকতা ও দৃঢ়তার সাথে ব্যসায়িক উদ্যোক্তা হওয়া এবং বাংলাদেশ সরকারএর উদ্যোক্তা সৃষ্টির প্রয়াসের প্রথম ধাপটি সিজল তার সামাজিক ব্যবসা ও উদ্দ্যোগতা সৃষ্টির পাশাপার্শ্বিক কর্মসংস্থান সৃষ্টি করায় আগত সেলস সেন্টার পার্টনারদের ধন্যবাদ জানান। আলোচক সিজলএর পরিচালক ইঞ্জিনিয়ার সাউদ সুবাই কোরেশী বলেন, ভালবাসা ও আস্থার বন্ধন সিজলএর ব্যবসার মূল প্রতিপাদ্য কেননা, সিজল সর্বদাই মুখরোচক খাবার নিয়ে গ্রাহকের ভালবাসা ও আস্থায় বন্ধনে থাকতে চায়। ড. মনজুরুল আলম সিআইপি বলেন, সিজল যুগের সাথে তালমিলিয়ে প্রতিনিয়ত মানসম্মত পণ্য উৎপাদন করে গ্রাহকদের মন জয় করতে সক্ষম হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ১৯
পরবর্তী নিবন্ধনতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়