সিঙ্গাপুরের ৬০ বছর পূর্তিতে বাংলাদেশ সোসাইটির ‘কমিউনিটি ফ্যামিলি ডে’ আয়োজন

সিঙ্গাপুর থেকে ক‍্যাপ্টেন ইমরান কালাম চৌধুরী | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ২:০৬ অপরাহ্ণ

১৯৮১ সাল থেকে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) একটি অলাভজনক সংগঠন হিসেবে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য সেবামূলক কাজ করে আসছে। মাসব্যাপী এসজি ৬০ (সিঙ্গাপুরের ৬০ বছর পূর্তি) উপলক্ষে জাতীয় উদযাপনের অংশ হিসেবে সংগঠনটি আজ পাসির রিস পার্কে ‘কমিউনিটি ফ্যামিলি ডে’ আয়োজন করে।

সারাদিন জুড়ে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবার-বান্ধব কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সমুদ্র সৈকত পরিষ্কারের উদ্যোগ ছিল, যা সিঙ্গাপুরের বৃহত্তর সমাজের সাথে সামাজিক দায়বদ্ধতার প্রতি এস বি এস – এর চলমান প্রতিশ্রুতি এবং একীকরণের প্রতিফলন ঘটায়।

সিঙ্গাপুর জন্মের ৬০তম বছরের সাথে সংযুক্ত হওয়ায় এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য বহন করে। সিঙ্গাপুরের বাংলাদেশী সম্প্রদায় গর্বের সাথে এই মাইলফলক উদযাপনের সাথে সংযুক্ত হয়। সিঙ্গাপুর যে শান্তি, সুযোগ এবং সম্প্রীতি প্রদান করে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওয়ে ট্রাফিক ব্যবস্থায় অচলাবস্থা : জনবল শূন্য, দায়িত্বে শুধু কনস্টেবল
পরবর্তী নিবন্ধবিমানবন্দরে ক্রিকেট ব্যাটে করে ইয়াবা নেয়ার সময় আটক ২ যুবক