মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ৮ হাজার কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন- দুদকের লিগ্যাল উইং শাখার একটি সূত্র। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ওই বাংলাদেশির পরিচয় উল্লেখ না করে পাচারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকটি সংস্থার যৌথ অনুসন্ধানে বিপুল এই অর্থের খোঁজ মিলেছে। অর্থ ফেরানোর চেষ্টা করছে সরকার।
খুরশিদ আলম খান বলেন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তির নাম উল্লেখ করতে চাচ্ছি না। অবশ্যই সত্যতা আছে, আরো বেশি টাকা হয়তো আমরা আনতে পারব। আইনি প্রক্রিয়াটি একটু জটিল। তবে আনা যায়, একটু সময়সাপেক্ষ ব্যাপার। পাচারের মামলা, লন্ডারিং মামলা প্রত্যেকটাই আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রসঙ্গত, সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০১৫ সালের ২২ নভেম্বরে ১৯৭১ সালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডাদেশ অনুযায়ী সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এদিকে, চ্যানেল ২৪ এর এক সংবাদেও বলা হয়েছে, এক বাংলাদেশির সিঙ্গাপুরে বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পড়ে রয়েছে। চ্যানেল ২৪ এর অনুসন্ধানে জানা গেছে, এ অর্থের মালিক সালাউদ্দিন কাদের চৌধুরী। যদিও তার পরিবার এ অর্থের দাবি না করায় টাকা ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে বাংলাদেশের। তাদের খবরে বলা হয়, পাচার হওয়া এই অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। যদিও এই আইনি প্রক্রিয়াটি দীর্ঘ বলে জানান দুদক আইনজীবী খুরশীদ আলম খান। বিদেশে পাচার করা সব টাকাই ফেরত আনার উদ্যোগের কথা জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিনও।