সিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা

| মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ৯:৫১ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরে এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে নির্যাতনের মামলায় দেশটির সাবেক অভিনেতা-পরিচালক নগ আইক লিওঙ্গ ওরফে হুয়াং ইলিয়াং দোষী সাব্যস্ত হয়েছেন। ২০১৮ সালের ওই ঘটনার বিচার শেষে শুক্রবার জেলা জজ জন এনজি তাকে নির‌্যাতনের একটি ঘটনায় দোষী হিসেবে সাব্যস্ত করে রায় দেন বলে অনলাইন নিউজ পোর্টাল স্ট্রেইটস টাইমস জানিয়েছে। খবর বিডিনিউজের। ৫৯ বছর বয়সী সাবেক এই অভিনেতার কি সাজা হবে সে বিষয়ে ২৬ ফেব্রুয়ারি আদালত সিদ্ধান্ত দেবে। এই মামলায় দোষীদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা ও বেত্রাঘাতের বিধান রয়েছে। তবে নগ পঞ্চাশোর্ধ্ব হওয়ায় তাকে বেত্রাঘাত করা যাবে না। ২০১৮ সালের ১১ই ডিসেম্বর একটি ধাতব পদার্থ দিয়ে বাংলাদেশি জাহিদুলের পেটে ও মাথায় আঘাত করেছিলেন নগ আইক লিওঙ্গ। তাতে তিনি কোনোমতে বেঁচে গেলেও কোমর ও মাথার খুলিতে আঘাত পান। জাহিদুলের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। শুনানিতে জাহিদুল বলেন, নগ আইক লিওঙ্গের তত্ত্বাবধানে পরিচালিত সিঙ্গাপুর ইসলামিক হাবে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন তিনি। তখন প্রায়ই কাজের ভুল ধরে তাকে মারধর করা হতো। এছাড়াও তাকে প্রায়ই মারার হুমকি দিতেন নগ আইক লিওঙ্গ।

পূর্ববর্তী নিবন্ধনিজ দল থেকে বহিষ্কৃত নেপালের প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রথম কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপনে সফল ইসরায়েল