সিওসি ৮৬’ মাসিক সভা

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

সিওসি ৮৬’র ১৫৮তম মাসিক সভা চট্টগ্রাম প্রেসক্লাবের ‘ক্লাব কলেজিয়েট’ অডিটোরিয়ামে আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ঘূর্ণিঝড় রিমাল তান্ডবে সারাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। সরকারের তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহনে সাধুবাদ জানানো হয়। সভায় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দ্রব্য মূল্যের ঊর্ধগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কোরবানীর হাটের কারনে সৃষ্ট যানজটের বিরক্তিকর পরিস্থিতি হতে জনসাধারনের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ সৃষ্টিতে হাটবাজার ইজারাদার ও ট্রাফিক পুলিশ প্রশাসনের যৌথ পদক্ষেপ গ্রহনের আহ্বান জানানো হয়।

তাছাড়া সুবিধাবঞ্চিতদের সাধ্যমতো খাদ্য সামগ্রী,বস্ত্র,ওষুধ,বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া সহ বিভিন্ন কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শাহজাহান কবির ভুইয়া,ডা. সাগর চৌধুরী,ডা. আবু তোহা, ডা. ঈসা চৌধুরী, ডা. অসীম চৌধুরী,ডা. হাসান মুরাদ,ডা. তারেক,ডা. আশরাফুল করিম,অধ্যাপক বিজয় ভৌমিক, আশফাকুর রহমান বিপ্লব,আবুল কালাম আজাদ কীরণ, শেখ মোহাম্মদ খালেদ,প্রকৌশলী মুহাম্মদ আযম, আজমল আহমদ, শহীদ নইম, মোস্তাফিজুর রহমান মামুন, ক্যাপ্টেন ইমরানুল্লাহ, সোহেল জাহান, মোহাম্মদ সেলিম, মাহমুদূর রহমান, সাইফুল ইসলাম, আলমগীর আলম, আনোয়ার হাসান চৌধুরী,সিদ্বার্থ সরকার, জাহিদ হোসেন, জয়ন্ত চৌধুরী, আসাদ জামান, মোহাম্মদ হেলালউদ্দিন, সৈয়দ মোহাম্মদ রিদোয়ান, সাইফুল ইসলাম লেনিন, হুমায়ুন কবির ভুইয়া, মাহবুব পাটোয়ারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুরধ্যানের শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা
পরবর্তী নিবন্ধনারীদের প্রশিক্ষিত করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ