সিওসি ৮৬’র মাসিক সভা

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

সিওসি ৮৬’র ১৭০ তম মাসিক সভা গত ২৩ মে চট্টগ্রাম প্রেসক্লাবের ক্লাব কলেজিয়েট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় কিশোর গ্যাং সমূলে উৎপাটন ও আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার নিরসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় সংগঠনের আহবায়ক মঞ্জুর মোরশেদ ফিরোজ শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ।

এছাড়া বক্তারা সিওসি, ৮৬ এর গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। বিভিন্ন উপকমিটি তাদের বক্তব্য তুলে ধরেন।সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ রিদোয়ানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রকৌশলী সিদ্বার্থ সরকার, পুলক দত্ত, ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, ডা. সাগর চৌধুরী, ডা. অসীম চৌধুরী, ডা. গৌতম চৌধুরী, ডা. আশরাফুল করিম, ডা. ঈসা চৌধুরী, মোহাম্মদ সেলিম, সাইফুল ইসলাম লেনিন, জয়ন্ত চৌধুরী, সোহেল জাহান, আলমগীর আলম, জাহিদ হোসেন, শহীদ নইম, আজমল আহমেদ, আনোয়ারুল আজিম মামুন, মোস্তাফিজুর রহমান মামুন, মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ আবু তোহা, কিংশুক দাশ চৌধুরী, মাহাবুবুর রহমান পাটোয়ারী বাহার, আশফাকুর রহমান বিপ্লব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের ষড়যন্ত্র রুখে দাঁড়ান
পরবর্তী নিবন্ধচবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ওয়াগ্‌গাছড়া চা বাগান পরিদর্শন