সিওসি ‘৮৬–এর ১৬২ তম মাসিক সভা প্রেসক্লাব ভবনের ক্লাব কলেজিয়েট, চিটাগং লিমিটেডের অডিটরিয়ামে গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ উপ পরিদর্শক বিজয় ভৌমিক অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। দেশের সার্বিক সংকট মোকাবেলায় সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান আহবায়ক মঞ্জুর মোরশেদ ফিরোজ।
সৈয়দ মোহাম্মদ রিদোয়ানের সঞ্চালনায় বক্তব্য দেন, অধ্যাপক বিজয় ভৌমিক, ডা. সাগর চৌধুরী, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. আবু তোহা, ডা. আশরাফুল করিম, ডা. গৌতম চৌধুরী, ডা. অসীম, ডা. তারেক শাহেদ সুমন, আনোয়ারুল আজিম মামুন, কিরণ আজাদ, শাহ ইমরান, আনোয়ার হোসেন, ফজলে আজিম, মোহাম্মদ আযম, মোহসিন উল কাদের, সাইফুল ইসলাম লেনিন, শেখ মোহাম্মদ খালেদ, মোহাম্মদ সেলিম, হুমায়ুন কবির ভুইয়া, জয়ন্ত চৌধুরী, সোহেল জাহান, আলমগীর আলম, জাহিদ হোসেন, শহীদ নইম, আজমল আহমেদ, মোহাম্মদ সেলিম, ফজলে আজিম, সাইফুল ইসলাম, শহীদুল আলম, মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।