সিএসইর কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক প্রশিক্ষণ

| শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৫:০১ পূর্বাহ্ণ

সিএসই ট্রেক প্রতিনিধিদের জন্য কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক একটি ভার্চুয়াল প্রশিক্ষণের আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার সিএসই এর চট্টগ্রামের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম হয়। এতে সিএসইয়ের কনসালটেন্ট এমসিএঙ ইন্ডিয়ার প্রতিনিধিগণ মুম্বাই হয়েছেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন এমসিএঙ ইন্ডিয়ার শ্রীকান্ত কুন্ডানিয়া, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি দে, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সানজিব গাইন। এ সময় সিএসইর পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, মো. রেজাউল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুকসহ উপস্থিত ছিলেন সিএসইএর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া প্রশিক্ষণটিতে ট্রেক প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, সিএসইই প্রথম বাংলাদেশে কমোডিটি এঙচেঞ্জ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙচেঞ্জ কমিশন থেকে অনুমোদন পায় এবং গত এপ্রিলে এমসিএঙ এর সাথে নলেজ শেয়ারিং কনসালটেন্ট চুক্তি সম্পাদন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীপাঞ্জলি চৌধুরী
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধগতিতে জেএসপির মানববন্ধন