চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ ৮৮.৭২ কোটি টাকা। মোট ১৮,১৭৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৭৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৬.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭,৬৫৭.২৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮১.৬৪ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৮৩.৪৩ তে।
দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৫,৬৬৯.৮৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩,৩৪৩.০১ কোটি টাকায়। সিএসইতে ৩৪৮ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ৩০৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৫ টির, কমেছে ১৪১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির। প্রেস বিজ্ঞপ্তি।