চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের হয়েছে ১১৬.১৪ কোটি টাকা। মোট ২৯,৪৪৫টি লেনদেনের মাধ্যমে মোট ২.৫৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১,৫২০.৫৮ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ১২.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬০৪.৯৫-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১২.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৩.৫৬-তে।
সিএসইমেক্স সূচক ২২.৮১ কমে দাঁড়িয়েছে ১২৬৩.০১।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৩,৮৫৯.৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৪,৯৩২.০৪ কোটি টাকায়। সিএসইতে ৩৫৭ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩২৫টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৯২টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির। প্রেস বিজ্ঞপ্তি।