সিএসইতে লেনদেন ৯.০৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯.০৪ কোটি টাকা। মোট ২,০৭৯টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.০৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৩৮৯.৮২ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৪.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৯.৭৯।

এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৫.০২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৯.৭৩ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৯.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৬৭.৪০ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯২,৫৮৬.৮৮ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫২,০৯৮.৪১ কোটি টাকা।

সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৩টির। এর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, দাম কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধনিজের বাড়ি পুড়ে ছাই, তবু ৮ লাখ ডলার ত্রাণ দিলেন অভিনেত্রী
পরবর্তী নিবন্ধদাবানল ঠেকিয়ে রেখেছেন লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মীরা