সিএসইতে লেনদেন ৯৩.৭৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার লেনদেন হয়েছে ৯৩.৭৫ কোটি টাকা। ৪,৭৫৯ টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৯৭০.৯৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৮.১১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৬৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৭৯.৫০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩২.১৪ পয়েন্ট কমেছে যা হলো ৩,১৫৩.৩০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮২,৮৯৫.০৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৪১.৭৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০০ টির, কমেছে ৮৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

পূর্ববর্তী নিবন্ধনকলার গ্রামে চিরনিদ্রায় অভিনেত্রী সীমানা
পরবর্তী নিবন্ধগাজায় শান্তি স্থাপনে বাইডেনের জোর তৎপরতা