চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ৯০.৭৭ কোটি টাকা । মোট ২২,২১৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৩.৯৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১.১৬ পয়েন্ট কমে দাড়ায় ১৭,৪৬৪.০০ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ৩.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৩.৭৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৬৪.৬৬ তে। দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩২,১৫৪.০৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩,৩৩৯.৩০ কোটি টাকায়। সিএসই’তে ৩৪৮ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ৩১৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, কমেছে ১৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯ টির। প্রেস বিজ্ঞপ্তি।