সিএসইতে লেনদেন ৮.৩৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮.৩৪ কোটি টাকা। ১,৯২৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৯.৩০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২.০৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৭৬.২৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১১.৮০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৪৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৫.৯৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত আছে, যা হলো ২,০৮৭.৬৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০০,৬৬৯.১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬২,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৩ টির, দাম কমেছে ৯২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।

পূর্ববর্তী নিবন্ধনতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
পরবর্তী নিবন্ধইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দাবিনামা পেশ রাশিয়ার