সিএসইতে লেনদেন ৮.২২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৮.২২ কোটি টাকা। মোট ৩,১২৯টি লেনদেনের মাধ্যমে মোট ৩২.৬৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩৩.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,৪০২.৫১ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ১০.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২১৫.৮৩।

এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১১.০৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪১.১২ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৪৩.২২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৭০৫.৬৬ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৩,৮৪১.৬২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,৫২৯.৩৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২০টির। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, দাম কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধনারী সুরক্ষা কমিটি গড়ছেন টলিগঞ্জের তারকারা
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের অভিযান, নিহত ৯