চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে আজ সোমবার মোট লেনদেনের হয়েছে ৮৭.৫৯ কোটি টাকা । মোট ২৯,৬১১ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৮৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে । প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৯.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২০,৬৬২.৩৬ পয়েন্টে । সিএসই-৫০ সূচক ৭.৪৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৪৯০.৪১ তে । এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১১.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২১.০০ তে । আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৪৯৪,৬৩৪.৪৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৮৪,৯৪২.১২ কোটি টাকায়। সিএসই’তে ৩৫২ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ৩১৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৩ টির, কমেছে ১৬২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১ টির। প্রেস বিজ্ঞপ্তি।