সিএসইতে লেনদেন ৮৭.৩১ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৩ জুন, ২০২৪ at ১০:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৮৭.৩১ কোটি টাকা। ৩,৭৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১০.৬২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫২.৫০ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০১৯.৬৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.২৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭২.৮২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৮৬ পয়েন্ট কমেছে, যা হলো ৯৮০.৮৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩.৬৮ পয়েন্ট বেড়েছে যা হলো ৩,২০৭.০৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৪,০০৪.৩৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৬৫০.৩৬ কোটি টাকা। সিএসইতে ৬৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৫ টির, কমেছে ১১৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির ।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ে শুরু বিশ্বকাপ
পরবর্তী নিবন্ধজেলে থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়া যায়?