চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৭.৯৫ কোটি টাকা। মোট ১,৯৬৯টি লেনদেনের মাধ্যমে মোট ৬০.৭১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৫.৩২ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৯৭২.৩২ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৩.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩৭.৫৫। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৬.৫৮ পয়েন্ট কমেছে, যা হলো ৯৬৮.৮৫ পয়েন্ট।
সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৪৮.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ২,৪৬০.৫৫ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৩,০৮৯.৩৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৮,৭২৫.১৩ কোটি টাকা।
সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, দাম কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।