সিএসইতে লেনদেন ৭.৫৯ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ৭.৫৯ কোটি টাকা। ২,৬৭০ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৯৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৩.০৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬০৪.৪৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৫২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৮.৯৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.১৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭৩.১৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২.২৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫৭৭.৬৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭৪,৯১৫.৮৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩২,৯৯৯.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৩ টির, কমেছে ৪১ টির আর অপরিবর্তিত রয়েছে৮৯ টির।

পূর্ববর্তী নিবন্ধডিজাইনার নীহারিকা মমতাজের এবদা জুয়েলারি ডিজাইনার অ্যাওয়ার্ড লাভ
পরবর্তী নিবন্ধ১৮ ঘণ্টা পর হামবুর্গ বিমানবন্দরে জিম্মি নাটকের অবসান