সিএসইতে লেনদেন ৭.৩০ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছ ৭.৩০ কোটি টাকা। ৩,১১৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১২.৭০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫২.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৫৩৪.৩৮ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ৪.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২৮.০৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬৯.২৬ পয়েন্টে।

সিএসইএসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৭.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৮৯০.৪৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৪,১০০.৫৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,৯৩৫.০৩ কোটি টাকায়। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ২১ টির, কমেছে ৬৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৬২ টির ।

পূর্ববর্তী নিবন্ধহিন্ডেনবার্গ রিপোর্ট ও ‘বাংলাদেশী আদানি’দের কথা
পরবর্তী নিবন্ধল্যাটিন আমেরিকার আকাশে দ্বিতীয় বেলুনটি আমাদের : চীন