সিএসই’তে লেনদেন ৭০.১৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৯:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে আজ লেনদেন হয়েছ ৭০.১৩ কোটি টাকা । মোট ৩,২৯১ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.১৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে । প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩২.১৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৬০৫.১৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৮.৯০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৩.০০ তে । এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.৯৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০১৮.৬৩ পয়েন্টে । সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২.৫৭ পয়েন্ট বেড়েছে যা হলো ৩,২১৮.০৪ পয়েন্ট । আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৭,৫২০.৬৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫১,৭০১.৩৩ কোটি টাকা । সিএসই’তে ৬৪৪ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২২৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৬ টির, কমেছে ১৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টির ।

পূর্ববর্তী নিবন্ধচলছে নিরুত্তাপ ভোটগ্রহণ, অনেক কেন্দ্র ফাঁকা
পরবর্তী নিবন্ধভোট দিতে পারলেন না মমতার ভাই, তালিকায় নাম নেই