চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৬.৫২ কোটি টাকা। মোট ২,৫৭৬টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৫৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৭০.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৫৯০.১৮ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ১৬.৫২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫৩.৬৮। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১৮.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭৬.২৬ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৮৩.৬১ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮০,৯১৩.৯৬ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৫,৪০৯.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৭টির। এর মধ্যে দাম বেড়েছে ২০টির, দাম কমেছে ১৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ১০টির।