সিএসইতে লেনদেন ৬.০০ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৬.০০ কোটি টাকা। ১,৯৮০ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.১০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৮.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৮৬৪.৩৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.৬৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৯.৩০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.০০ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৭.৩৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত, যা হলো ১,৯৮৩.৬১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৬,৫৩১.১৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৫,৪০৯.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৬ টির, দাম কমেছে ৬০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।

পূর্ববর্তী নিবন্ধআ-কার ই কারের চলচ্চিত্র প্রদর্শনী
পরবর্তী নিবন্ধধারাবাহিক হামলা চালিয়ে ইসরায়েলকে আকাশসীমা অবরোধে ফেলতে চায় হুতি