চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সোমবার মোট লেনদেন হয়েছে ৬৫۔৫২ কোটি টাকা। মোট ৭০,৫৮৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২۔৩৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭০۔৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০৭০৫۔১৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২۔ ৮৪, পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫২৭۔২৬ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২۔৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৮৯۔১২ তে। গতকাল দিনশেষে সিইসির বাজার মূলধনের পরিমান দাঁড়িয়েছে ৪৯৩,৮৬৯۔৮৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৩৫৭۔১৪ কোটি টাকা।
সিএসইতে ৩৫২ টি স্ক্রিপ এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৮ টির, কমেছে ১৮৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির । প্রেস বিজ্ঞপ্তি।