চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫.৯৬ কোটি টাকা। মোট ২,৭২৬টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.০৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩০৬.১৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,২৯১.০৩ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ২৩.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫৮.০৭। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২১.২০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৯৪.৭৭ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১১.৩৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৫৮০.৫১ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৯,১৩৬.৭৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৬৭.৮৪ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৬টির। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, দাম কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টির।