সিএসইতে লেনদেন ৫.৬০ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫.৬০ কোটি টাকা। ২,৮৫৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.৩৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬২.৮১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৩২.৩০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.০১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৯.৮৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৯০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৪.৩২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৭৬.৫১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৯,৪৯৪.৯৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৬,৩৪২.৬৪ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৫ টির, দাম কমেছে ৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

পূর্ববর্তী নিবন্ধনো মেকআপ লুকে নুসরাত ফারিয়া
পরবর্তী নিবন্ধবোমা হামলার হুমকিতে ট্রাম্পের বাছাই করা মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা