সিএসইতে লেনদেন ৫.৩৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫.৩৭ কোটি টাকা। মোট ১,৫৫৮টি লেনদেনের মাধ্যমে মোট ২০.১১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯০.৪১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৫২৮.৭৯ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৫.০৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৩.৬৮। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৭.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭২.০৭ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ১০.২৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৯৬৪.৯৭ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯২,৬০৩.১১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,৭৪৮.৭৮ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১০টির। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, দাম কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধহোয়াইট হাউসের ইমেইল ভাণ্ডার ফাঁসের হুমকি ইরানি হ্যাকারদের