চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪.৯৭ কোটি টাকা। মোট ২,০৯৫টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৮১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪২.৯২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬৪৫.১২ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৭.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৪.০৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৪.২৬ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১০.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৬২.১৮ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০১,৯৪০.১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৬,৩৪৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৭টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, দাম কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ২২টির।