সিএসইতে লেনদেন ৪.৬৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৪.৬৬ কোটি টাকা। ২,০০৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.১৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮৪.১৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৮১২.২০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১৬.৫৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৮.৭৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৮.০৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৮০.৬৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১৯৬৬.৩২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৫,৬১৭.১৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৭৪৮.৭৮ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫৪ টির, দাম কমেছে ৪৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধমাস্কের নতুন পার্টি খোলার উদ্যোগ, হাস্যকর বললেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধকবির আহমদ সওদাগর