সিএসইতে লেনদেন ৪.৫৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ১০:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪.৫৬ কোটি টাকা। ২,৭০৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৪.১৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৭২.২০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৫১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৯.০৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.২৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯৮২.৭০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ০.৫৮ পয়েন্ট বেড়েছে যা হলো ৩,২০৩.৪১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৫,৪৩৯.৭৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৬৫০.৩৬ কোটি টাকা। সিএসইতে ৬৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭০ টির, কমেছে ১০৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধার শ্রেষ্ঠত্বে শেষ হলো প্রথম বিভাগ দাবা লিগ
পরবর্তী নিবন্ধরাইসিকে নিয়ে জাতিসংঘের শ্রদ্ধানুষ্ঠান বর্জন করবে যুক্তরাষ্ট্র